premer choti মায়া – আমরা সবাই বাঁধা যেখানে – 17 by nextpage

bangla premer choti. রাতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিল নিলয়ের। সকাল দশটা বাজতে চললো এখনো ঘুমোচ্ছে সে। তথা কয়েকবার উকি দিয়ে দেখে গেছে৷ এমনিতে এত বেলা পর্যন্ত নিলয় ঘুমায় না। কিন্তু এখন যেহেতু রেস্টে আছে তাই আর ডাক দেয় না। রান্নার খালা এখনো আসে নি তাই নিজেই নুডলস রান্না করতে যায়৷ কয়েকদিনে কিছু কিছু রান্না শিখে নিয়েছে৷ খালা যখন রান্না করে তখন পাশে দাড়িয়ে দেখে নেয়৷ এছাড়া দোলনের কাছ থেকেও শিখেছে কিছু কিছু।এজন্যই হয়তো বলে সময় আর পরিস্থিতি সবচেয়ে বড় শিক্ষক।

[সমস্ত পর্ব
মায়া – আমরা সবাই বাঁধা যেখানে – 16 by nextpage]

কিছুদিন আগে যে কুটো টা নাড়তো না সে এখন আগুনে হাত পুড়ায়৷ সেখানে নিলয়েরও কিছু দোষ আছে, ও তো তথাকে সেদিকে পথ মাড়াতে দেয় নি। নুডুলস সিদ্ধ করে পানি ঝরাচ্ছে এমন সময় দোলন এসে হাজির হয়। দুহাতে ব্যাগ ভর্তি বিভিন্ন জিনিসে৷ তথা দৌড়ে এসে হাত থেকে ব্যাগ গুলো নিয়ে জিনিস গুলো বের করতে থাকে। এক ব্যাগে শাকসবজি, মাছ, মাংস, ডিম। আরেকটা তে বিস্কুট, পাউরুটি, দুধের প্যাকেট, চাপাতা এসব।
-এত কিছু তুমি একা একা কিনে নিয়ে এলে, আমাকে আরেকদিন সাথে করে নিয়ে যাবে দিদি।

premer choti

-(মুচকি হেসে) আমার বাজার করাটা তর সহ্য হচ্ছে না বুঝি। এটা থেকেও সরিয়ে দিতে চাস।
-(জিভে কামড় দিয়ে) ছি দিদি এসব কি বলো। আমি তো এমনি বলেছিলাম। তোমার সাথে গেলে তোমাকে সাহায্য করা হয়ে যেত।
-(হাসতে হাসতে) ঠিক আছে নিয়ে যাবো নে। তা তর পতি দেব কোথায়৷ আজও বাইরে গেছে।
-না, ঘুমোচ্ছে।

-(অবাক হয়ে) এখনো ঘুমোচ্ছে,শরীরটা খারাপ করেছে নাকি আবার।
-না কাল হয়তো দেরি করে ঘুমিয়েছে তাই।
-(ইঙ্গিত দিয়ে) শুধু নীলুই দেরি করে ঘুমিয়েছে নাকি তুইও। ভালই চলছে তাহলে বল।
-বারে আমি কেন দেরি করে ঘুমোবো। (স্ফীত হাসি) premer choti

-তাই বুঝি। সে ক দিন পর দেখা যাবে। এখন যাই ওটাকে ডেকে তুলি।
দোলনের উচ্চস্বর চিৎকারে নিলয়ের ঘুম ভেঙে যায়। হুড়মুড় করে উঠে বসে
-কিরে এভাবে চিৎকার করে ডাকে কেউ।
-কি করবো শুনলাম অনেক রাত করে ঘুমিয়েছিস। তা সারারাত কি মশা মারছিলি নাকি যাতে তর বউকে না কামড়াতে পারে৷

-(কপট রাগভাব দেখিয়ে) সকাল সকাল এসব বলার জন্য ঘুমটা ভাঙলি নাকি।
-না না, ডাকলাম নাস্তা করার জন্য, নাস্তা করে ঔষধ খেতে হবে তো। তর বউ নুডলস করেছে।
-তরা দুজনে খা গিয়ে। আমি ফ্রেশ হয়ে আসছি। premer choti

নিলয় ফ্রেশ হয়ে আসার পর তিনজনে একসাথে নাস্তা করে নেয়। নাস্তা করার সময়ও দোলন নানা কথা বলে হাসিঠাট্টাতে সময়টা ভরিয়ে তোলে। রান্নার খালা আসলেও আজকের রান্নার দায়িত্ব টা দোলন আর তথা নিজেদের কাঁধে তুলে নেয়। খালা জিনিস পত্র কাটাকুটি, মশলা বাটাবাটি  করে সবকিছু রেডি করে রাখে। দুজনে মিলে আজ মাছ ভাজা, মুরগির মাংস, পোলাও, নানা রকমের ভাজা বড়া আর চাটনি রান্না করবে। দুজনের কেউই এত রান্নাতে এক্সপার্ট না। অগত্যা তাদের সাথে খালাকেও হাত লাগাতে হয়৷

একেই বলে বাজনার চেয়ে খাজনা বেশি। খালা একাই হয়তো রান্না করে নিত, কিন্তু সেই রান্না তিনজনে মিলে করছে। এটাতেও একটা আলাদা আনন্দ আছে। হাসিখুশি পরিবেশের মাঝে মিলেমিশে রান্নার অভিজ্ঞতা টা যৌথ পরিবার ছাড়া পাওয়া মুশকিল। সবসময় একটা অনুষ্ঠান বাড়ীর আমেজ পাওয়া যায়।

লেখকের কিছু কথা-
আমি যৌথ পরিবারে বড় হওয়া একজন। আমার বাবা-কাকারা ছয় ভাই। আমরা এগার জন ভাই বোন একপরিবারে বেড়ে উঠেছি। আমি বাড়ির দ্বিতীয় সন্তান ছিলাম। আমার ছোট বেলায় বাসায় দেখতাম বাসার মানুষ দোকানের কর্মচারী মিলিয়ে একসাথে ছাব্বিশ জনের রান্না হতো। এত মানুষের কারণে হয়তো খাবারে বিলাসিতা করার উপায় ছিল না, কোন বেলা ডিম রান্না হলেও অর্ধেক করে পড়তো সবার ভাগে। premer choti

তবুও একসাথে খাবার আনন্দটাই ছিল অন্যরকম। এখনো সবাই একই বাড়িতে আছি। তবে ব্যবসার সাথে রান্না ঘর গুলোও ভাগ হয়েছে তবুও কারও ঘরে ভাল কিছু রান্না হলে সেটা বাকি ঘরের ছেলে মেয়েদের জন্য ঠিকি তোলা থাকে। এত মানুষ একবাড়িতে থাকলে বাসায় সবসময় একটা কোলাহল আর হই হুল্লোড়ে মাতিয়ে থাকে। যৌথ পরিবার আপনাকে যেই পরিবেশ আর শিক্ষায় বড় করবে সেটা কোথাও পাবেন না।

দুপুরে সবাই একসাথে খেতে বসে৷ অনেকদিন পর  হাসি ঠাট্টায় সুন্দর একটা মূহুর্তে সময়টা কেটে যায়৷ দোলন নানা কথা বলে নিলয়কে খ্যাপিয়ে তুলে মাঝে মাঝে তথাও দোলনের সাথে যোগ দিয়ে সেটার মাত্রা বাড়িয়ে দেয়৷ ব্যাচারা নিলয় একা একা সব হাসিমুখে সহ্য করে নিতে হয়।

—-★★★—-

বিকেলের দিকে নিলয়ের রুমে যায় দোলন। নিলয় শুয়ে মোবাইলে গান শুনছিলো। দোলন কে আসে দেখে একটু সরে গিয়ে দোলন কে বসার জায়গা করে দেয়। দোলন ফাঁকা জায়গাটাতে বসে। premer choti

-কিরে কিছু ভাবলি?

-হম, ভাবছি কাল থেকে কাজে জয়েন দিতে হবে। অনেক দিন হয়ে গেল৷ আর এখন শরীরটাও ভালই লাগছে।

-(রেগে গিয়ে) তোকে কি আমি কাজের কথা জিজ্ঞেস করেছি নাকি। সবসময়ই কাজ কাজ আর কাজ। তোর জীবনে অন্য কিছু নেই।

-থাকবে না কেন। তোরা আছিস তো, তোদের জন্যই বেঁচে আছি।

-(ভেংচি কেটে) নইলে বুঝি মরে ভূত হয়ে যেতি।

-মরে যেতাম না যেমন সত্য তেমন এত ভাল থাকতাম না হয়তো।

-বুঝেছি, এত বাতেলা ঝারতে হবে না। আসল কথা বল কিছু ভেবেছিস তথার ব্যাপারে?

-ভাবছি রে, ও তো এখানে থাকতে চায়। কাল রাতে রীতিমতো হুমকি দিয়েছে এখানে থেকেই পড়বে, না হলে আর পড়বে না। কি যে করি তুই কি বলিস? premer choti

-তোদের মাঝে আমাকে ঢোকাচ্ছিস কেন? তোর মন কি বলে সেটাই কর৷ তোর উপর আমার বিশ্বাস আছে, যেটা ঠিক মনে হয় সেটাই করবি।

-আমি কি করবো। ও আমার কাছে ভাল থাকবে কি? আমি বুঝতে পারছি এবার এখানতে থাকতে চাওয়াটা এক দু বছরের জন্য নয়। তাই আরও বেশি ভাবছি। সারাজীবনে ব্যাপার হুট করে কিছু বললেই তো হয় না। ও ছোট তাই হয়তো বিষয়টা গভীর ভাবে ভাবছে না।

-তোর দিকটা আমি বুঝি, কিন্তু মেয়েটা কিন্তু তোকে ভালবেসে ফেলেছ। ওকে তুই কষ্ট দিতে পারিস না। আমি কিন্তু ওর চোখে তর প্রতি বিশ্বাস, আস্থা, ভালবাসা আর আবেগ দেখেছি। সবচেয়ে বড় তোর প্রতি ওর মায়া।

-সেটা আমি জানি৷ কিন্তু বাস্তবে কি ভালবাসাই সব। ভালতো অনেকেই অনেক কে বাসে সবাই কি সেই মানুষটাকে পায়। এখন হয়তো আবেগের বশে ও এই সিদ্ধান্ত নিচ্ছে, পরে যখন আবেগে বাস্তবতার আঁচড় লাগবে তখন সেই ভালবাসা ফুস করে উড়ে যাবে। দুদিন পর হয়তো সময়ের সাথে শরীর মন দুটোই পাল্টাবে তখন হয়তো আজকের জন্য আফসোস করবে। সেটা আমি হতে দিতে চাই না। ক্ষণিকে ভালবাসা আর আকর্ষণে বড় কোন সিদ্ধান্ত নেয়া বোকামি। premer choti

-তুই সব বিষয়ে এত বাস্তববাদী হয়ে গেলি কেন। সব কি ওই তত্ত্বে চলে নাকি। আমি ওকে এই কয়েকদিনে যা দেখলাম তাতে ও তেমন না, যে তোকে ছেড়ে চলে যাবে৷ ওর ভালবাসা টা কিন্তু তোর প্রতি একদিনে হয় নি৷ অনেক দিনে তিল তিল করে বেড়ে উঠেছে। এটা সহজে ভাঙার নয়, এটা আমি বিশ্বাস করি।

-কিরে তুই হঠাৎ করে ওর হয়ে এত ওকালতি করছিস কেন। ভালো তো তুইও আমাকে বাসিস তাহলে ওকে তোর জায়গাটা ছেড়ে দিতে চাইছিস।

-(হঠাৎ নিলয়ে এমন কথায় হতভম্ব হয়ে যায়, কিছুক্ষণ চুপ থেকে) এটা সত্যি আমিও তোকে ভালবাসি। মিথ্যে বলবো না, প্রথম দিন যখন ওর কথা শুনলাম সেদিন থেকেই ওর সাথে আসার অদৃশ্য লড়াই শুরু হয়ে গেছিলো। এটাও ঠিক আমি এত সহজে কখনো কাউকে তোর কাছে আসতেই দিতাম না, শেষ পর্যন্ত লড়ে যেতাম। premer choti

( একটু থেমে) কিন্তু ওকে কাছ থেকে দেখে সেই লড়াই করার শক্তিটাই হারিয়ে ফেলেছি আমি৷ ওর চোখে তোর জন্য যে মায়া আর তোকে পাবার যে কাতরতা দেখেছি সেটার কাছে হেরে গেছি। ও সত্যিই ভাল মেয়ে। আর সবচেয়ে বড় কথা তোর চোখেও তোর মনেও কিন্তু আমি একই টান টা অনুভব করেছি তথার জন্য৷ বল আমি কি মিথ্যে বলেছি??

-(লম্বা শ্বাস নিয়ে) তোর কাছে আমি কখনোই কিছু লুকাতে পারবো না৷ জানি নারে কখন কিভাবে যে ওর প্রতি টান টা তৈরী হয়ে গেছে, ওর মায়ায় পড়ে গেছি বলতে পারবো না। হয়তো ওকে ভালবেসে ফেলেছি। আগে এতটা বুঝতে পারে নি, কিন্তু ওর চিটাগং যাবার কদিন আগে থেকে সেটা যেন ফিল করতে শুরু করেছি। ওকে ট্রেনে উঠিয়ে বাসায় আসার পর আমি বুঝতে পারলাম আমি সত্যিই ওকে ভালবেসে ফেলেছি, তাই ওকে ছেড়ে আসার পর সেই যন্ত্রণা টা আমাকে দুদিনে কাবু করে ফেলেছে৷ ও সত্যিই আমার অস্তিত্বে মিশে গেছে। premer choti

-তাহলে বৎস তুমিও প্রেমিক হয়ে গেলে।

-কিন্তু দোলন তুই? তোকে আমি কি করে অস্বীকার করবো। তোর একটা অস্তিত্ব আছে আমার কাছে৷ তুইও আমার অনেকটা জুড়ে আছিস  আমি তো তোকেও… (দোলনের বাঁধায় কথাটা শেষ হয় না)

-নীলু তোর মনে আছে স্কুলে থাকতে আমাকে প্রপোজ করেছিলি। সেদিন আমি তোকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু জানিস তরপরে আমি বুঝতে পারি আমিও তোকে ভালবাসি, যতদিন গেছে তত সেই বিশ্বাস টা পোক্ত হয়েছে। তুই আমাকে আগলে রাখতি, সবসময় আমার খেয়াল রাখতি, আমার সুখে দুঃখে সবসময় পাশে পেতাম। তবে তোকে মুখ ফোটে কখনই বলতে পারতাম না। ভাবতাম তুই যদি ভুল বুঝিস। আর পরে তো তুই সেই হারিয়ে গেলি৷ (একটু দম নিয়ে) জানিস নীলু তুই আর আমি হলাম নদীর দুই পাড়ের মত। premer choti

একত্রে বয়ে চলবো ঠিকি কিন্তু কখনো আমরা এক হতে পারবো না। তবে আমরা কখনোও আলাদা হবো না, নদীর জল যেমন দুই পাড় কে জোড়ে রাখে ঠিক তেমনি আমরাও সবসময় একসাথেই থাকবো। এটাই আমাদের নিয়তি। আমার আর তর জায়গা কেউ নিতে পারবে না।( চোখের কোনে অশ্রু বিন্দু ফোটে উঠে) আর মনে রাখবি দুজন দুজনকে পেলেই শুধু ভালবাসা পূর্ণতা পায় না। দূর থেকেও ভালবাসা যায়, দুজন দুজনার হওয়া যায়।

-তর মতন আর কেউ হবে নারে। তুই ছিলি বলে আমাকে নিজেকে নিয়ে কখনোই ভাবতে হয় নি৷ আমি জানি আমি যতবার ভাঙবো তুই ততবারই আমাকে গড়বি। তুই কখনই আমার শুধু বন্ধু ছিলি না। এটা যে সত্য এটা আমাদের দুজনকেই মানতে হবে। আমরা পরস্পরকে অনেকদিন ধরে চিনি জানি। তুই চাইলেও তর মনে আমার যে জায়গাটা আর কাউকে দিতে পারবি না তেমনি তো আমিও। তোর জায়গাটাতে আমি অন্য কাউকে বসাতে পারবো না। কথা দে সবসময় আমার পাশে থাকবি। (জড়িয়ে ধরে দোলনকে) premer choti

-(ধমকের সুরে) কেউ আলাদা করতে আসুক দেখি আমাদের। আমি ছেড়ে কথা বলবো না বলে দিলাম সেটা তথা হোক আর যেই হোক। (কান্নার সাথে হাসির মিশ্রিত সুর) জানিস আমি জন্মান্তরবাদে বিশ্বাস করি, এ জন্মে হইতো তোকে আমি পেলাম না কিন্তু পরের জন্মে আমি ঠিক তোর হব। তোর জন্যই অপেক্ষা করবো। আমার হবি তো?
অবসরের পর বাবা একটা বিজনেসের কথা ভাবছে, আমি কথা বলে রেখেছি তুই সেটাতে থাকবি।

-এসবের কি দরকার ছিল। তুই আজকে যা করলি তোর জায়গায় আমি থাকলেও হয়তো এটা করতে পারতাম না। আমি ভাবতাম এতদিন ধরে হয়তো শুধু আমি স্যাক্রিফাইস করে গেছি, কিন্তু তুই আমাকে ভুল প্রমাণ করে দিলি সবচেয়ে বড় স্যাক্রিফাইস টা তুই করেছিস। এমন করে সবাই পারে নারে। এতদিন ধরে তুই আমার জন্য শুধু করেই গেলি কিচ্ছু চাস নি। ভালবাসার আসল অর্থ টা তর কাছেই জানলাম। premer choti

-ছিল পরে বুঝবি৷ এখন যাই রে, রাত হতে চললো।
উঠে নিলয়ের রুম থেকে বেরিয়ে যাবার সময় বাইরে তথাকে দাড়িয়ে থাকতে দেখে

-(চোখ রাঙিয়ে) কিরে তুই কি আড়ি পেতে কথা শুনছিলি নাকি। এটা মোটেই পছন্দ করি না।

-(মাথা নিচু করে) সরি দিদি আর এমন হবে না।

-(হাসতে হাসতে) ধুরু বোকা মেয়ে আমি রাগ করেছি নাকি। আমার নীলু কে তোর কাছে দিয়ে যাচ্ছি দেখে রাখিস৷ উল্টাপাল্টা কিছু হলে কিন্তু আমি তোকেও ছাড়বো না বলে দিলাম। একটা কখা মনে রাখিস এতদিন আমার জন্য নীলু ছিল আর নীলুর জন্য আমি। আর এখন তোর জন্য আমরা দুজনেই আছি। যদি জীবনকে সঠিক পথে রাখতে পারিস তবে দুজনকেই সাথে পাবি আর যদি ভুল করিস তবে সব হারাবি। premer choti

-(অবাক হয়ে) দিদি (আর কিছু বলতে পারে না, দোলনকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা গুঁজে দেয়) আমি এমন কিছু কখনো করবো না যেন তুমি ওর কাছে ছোট হয়ে যাও। আমিও আগেও সাধারণ জীবনে ছিলাম সামনেও থাকার চেষ্টা করবো।

-ছাড় ছাড় অনেক হয়েছে। যাকে জড়িয় ধরলে কাজ হবে তাকে গিয়ে ধর( বলেই তথার গাল টিপে দেয়) এখন আসিরে, কাল একবার আসবো।
নিচ পর্যন্ত দোলনকে এগিয়ে দিয়ে আসে তথা। রিক্সায় উঠে বাসার দিকে যেতে থাকে। নিঃশব্দে দু চোখ বেয়ে জলের ধারা ছুটে চলে। তবে সব কান্না কি কষ্টের হয়? আজ কষ্ট আনন্দ দুটোই হচ্ছে দোলনের। নিজের ভালবাসা না পেলেও আরেকজন কে পাইয়ে দেবার মাঝে আরও বেশি খুশি পাওয়া যায়। ভালবাসার মানুষকে খুশী দেখার চেয়ে আর বড় পাওয়া কি হতে পারে। নীলুকে কেড়ে নিতে পারতো কিন্তু সুখ খুঁজে পেত কি? সবসময় একটা যন্ত্রণা তাড়া করে বেড়াতো। এখন সেটার ভয় নেই।

 

কেমন লাগলো গল্পটি ?

ভোট দিতে হার্ট এর ওপর ক্লিক করুন

সার্বিক ফলাফল 4.3 / 5. মোট ভোটঃ 27

কেও এখনো ভোট দেয় নি

1 thought on “premer choti মায়া – আমরা সবাই বাঁধা যেখানে – 17 by nextpage”

Leave a Comment